বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কাপাসিয়ায় হরিমঞ্জুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে গরমে ২০ ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনার পর স্কুলটি আজকের জন্য ছুটি দেয়া হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক জানান, আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে পাঠদানের শুরুতে ষষ্ঠ শ্রেণির ১৬ জন, অষ্টম শ্রেণির তিনজন ও নবম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ছাত্রীরা অস্থির ও বমিবমি ভাব এবং মাথা ঘোরার কথা জানায়। পরে অসুস্থ কয়েকজনকে স্থানীয় চিকিৎসা কেন্দ্র ও ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে স্কুল আজকের (মঙ্গলবারের) জন্য ছুটি দেওয়া হয়েছে।
এদিকে খবর পেয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাকসুদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসান, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মো. হাসান জামিল বিদ্যালয় পরিদর্শন করেছেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মো. হাসান জামিল সাংবাদিকদের জানান, গরম থেকে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। এ রোগের নাম ম্যাস সাইকোজেনিক ডিজঅর্ডার। মূলত একজনের পরিস্থিতি দেখে অপরজনেরও মানসিক দুর্বলতার কারণে এ রকম হয়। প্রাথমিক চিকিৎসায়ই এ ধরনের রোগীরা সুস্থ হয়ে ওঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।