Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় পত্রিকার হকারকে কুপিয়ে হত্যা

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:২১ পিএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লায় পত্রিকার হকার মো. ফারুক হোসেনকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি কুমিল্লা সদর উপজেলার উত্তর জামবাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে। আজ মঙ্গলবার সকাল ১০টায় সদরের পালপাড়া ব্রিজের বাবু বাজার এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, ফারুক প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে পত্রিকা বিলি করার জন্য বের হন। ভোরে পালপাড়া ব্রিজের বাবু বাজার এলাকায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন বলেন- ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে লাশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ