বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় সন্ত্রাসীদের গুলিতে আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন নিহত হয়েছেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কবির হোসেন সাতক্ষীরা সদর উপজেলা কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
নিহতের চাচা নজরুল ইসলাম জানান, একইভাবে তার ভাই সিরাজুল ইসলামকে দুর্বৃত্তরা ২০১৩ সালের যুদ্ধাপরাধী কাদের মোল্যার ফাঁসির রাতে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর থেকে সিরাজুলের ছেলে কবির হোসেন (৩০) সাতক্ষীরা শহরের রাজারবাগান সরকারি কলেজের পার্শ্ববর্তী একটি ভাড়া বাড়িতে বসবাস করতো। রাতে ভাড়া বাড়িতে অবস্থান করাকালিন সময়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পর কয়েক রাউন্ড গুলি করে। এতে তার শরীরের তিনটি স্থানে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নজরুল ইসলাম আরো বলেন, তার ভাই সিরাজুলের হত্যাকারীরাই পরিকল্পিতভাবে কবিরকে গুলি করে হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।