Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঞ্জয়কেই বিয়ে করলেন ব্রাজিল কন্যা জেইসা

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : ফেসবুকে পরিচয় অতঃপর প্রেম। ব্রাজিল থেকে ক্ষণিকের জন্য ছুটে আসে প্রেমিকের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার। এরমধ্যে তাদের দু’জনের শুভ পরিণয়ও ঘটে। আজ (মঙ্গলবার) ঢাকা থেকে ব্রাজিল কন্যা দেশের উদ্দেশ্যে চলে যাবেন।
জানাযায়, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের মিষ্টি দোকানী বলাই ঘোষের ছেলে শ্যামলী পরিবহনের ঢাকা-কোলকাতা সার্ভিসের কর্মী সঞ্জয় ঘোষের সাথে ফেসবুকে প্রেমের সূত্রে তার বাড়িতে ব্রাজিল থেকে ছুটে আসেন জেইসা ওলিভেরিয়া সিলভা। গত ১এপ্রিল ব্রাজিল থেকে রওনা হলেও সোমবার রাত সাড়ে ৯ টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন। সেখানে আগে থেকেই অপেক্ষামান প্রেমিক সঞ্জয় ঘোষ তাকে নিয়ে গ্রামের বাড়ি জামালপুর বাজারে আসে। মঙ্গলবার সকাল থেকেই এ খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমায়। উৎসুক জনতার ঢল নামে ওই প্রেমিকের বাড়িতে। গত সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দারের সাথে দেখা করেন জেইসা ও তার প্রেমিক সঞ্জয় ঘোষ। তারা নিরাপত্তার জন্য আবেদন করেন।
প্রেমিক সঞ্জয় ঘোষ জানান, ফেসবুকে তার সাথে ১৭ মাস পূর্বে ব্রাজিলের মিউনেশিয়াল এ্যাসিসটেন্ট জেইসা ওলিভেরিয়া সিলভার ফেন্ডস রিকুয়েস্ট পাঠায়। তাকে বন্ধু বানানোর পর দিন যতই যেতে থাকে তাদের দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেম পরিণয়ে গড়ায়। এক পর্যায়ে সে বাংলাদেশ সম্পর্কে জানতে এ দেশে আসতে চায়। তার অনুমতি পাওয়ার পর সোমবার রাতে তার বাড়িতে আসে। সে চাইলে জেইসা বিয়ে করবে বলে জানায়। তার পরিবারের সদস্যদের কোনো বাধা নেই। মানুষের ভিড়ের কারণে সঞ্জয় তাকে বুধবার দুপুরে ঢাকায় নিয়ে যায়। ঢাকাতেই নোটারী পাবলিকের মাধ্যমে জেইসা হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন। বিয়ের পর তার পরিবারের সাথে একাধিকবার মোবাইল ফোনের মাধ্যমে কথা বলিয়ে দিয়েছেন সঞ্জয় ঘোষকে। কয়েকদিনের জন্য তাকে আপন করে নিলেও আজ (মঙ্গলবার) সে দেশে ফিরে যাবে বিধায় মন একটু খারাপ দু’জনেরই। তবে দেশে ফিরে যাওয়ার পর তাকে ব্রাজিলে নিয়ে যাবে জেইসা।
সঞ্জয় ঘোষ আরো জানান, একটু ঘুরতে চেয়েছিল। বিষয়টি এতোটাই আলোচিত হয় যে এ জন্য কয়েকদিন এক প্রকার আত্মগোপনেই থাকতে হয়। তাদের বিয়েতে দু’পরিবারই সম্মতি জানিয়েছেন। সঞ্জয় ঘোষ তাদের জন্য সকলের নিকট আশীর্বাদ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ