Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন আটক ২

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : রাণীশংকৈলে বোরো-ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে দুর্বত্তদের হাতে এক যুবক খুন হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলা সদর থেকে প্রায় ১৭ কিঃ মিঃ উত্তর-পশ্চিম দিকে কাশিপুর ইউনিয়নের আরাজি চন্দন চহট (লধাবাড়ী) এলাকার সম্প্রতি মৃত মহেষ পালের ছেলে রবিনাথ পাল তার বাড়ির পার্শে¦ জমিতে বোরো ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে এক সংঘর্ষ হয়। এতে গরুতর আহত হয় রবিনাথ পাল। আহত অবস্থায় তাকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ১৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রংপুর হাসপাতালে রবিনাথ পাল মারা যায়। জানা যায়, গত ১৩ মার্চ রবিনাথ পালের জমির আইল কেটে চুরি করে পানি নিয়ে যায় পার্শ¦বর্তী জমির মালিকের ছেলে জগন্নাথ চন্দ্র রায়। এ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথের লোকজন রবিনাথ পালকে ঘটনাস্থলে বেধরক মারপিট করলে সে অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে তার লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও হয়ে রংপুর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে সে মারা যায়। এ বিষয়ে নিহতের চাচা সজনু পাল ওরফে নেংড়া (৬০) বাদী হয়ে ধীরেন্দ্র চন্দ্র রায়, জনগন্নাথ চন্দ্র রায় সহ ৪ জনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই আবু তালেব বলেন, মামলা হয়েছে, তদন্ত চলছে এবং ইতো মধ্যে ২ আসামিকে আটক করা হয়েছে। এদিকে আসামি পক্ষ মামলা তুলে নিতে বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করেছে বলে অভিযোগ উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ