রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলামের ওপর হামলার ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার ডুমুরিয়া-রূদুরা সড়কের মাথায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ছাত্রলীগ নেতা এম নজরুল ইসলাম ও তার সহযোগী শুভ দত্ত। এ ঘটনার ৪ দিন পর রোববার রাত সোয়া ৮টায় আহত নজরুলের বড় ভাই জাফরুল ইসলাম বাদী হয়ে ১১ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো- উপজেলার রূদুরা গ্রামের মোহাম্মদ আলী প্রকাশ মহিত উল্লাহ, উপজেলা আ.লীগ এডহক কমিটির সদস্য মাঈনুদ্দিন খান পিন্টু, হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন, জিয়াউল হক মেম্বার, মাঈনুদ্দিন আরিফ, চাতরী ইউনিয়ন আ.লীগের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা আইয়ুব খান, অহিদুল আলম, মোহাম্মদ আরাফাত, মনিরুল ইসলাম ও মোহাম্মদ কায়সার। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।