রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর পৌরসভা হাইকোর্টের আদেশ অমান্য করে টোল আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাইকোর্টের আদেশ অমান্য করে পৌরসভার রসিদে প্রতিদিন হাজার হাজার টাকা টোল আদায় করা হচ্ছে। এতে হাইকোর্টের আদেশ যেনতেনভাবে লঙ্ঘিত হচ্ছে। হবিগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা ওনারস এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি রফিকুল ইসলাম বিগত ২০১৪ সালে হাইকোর্টে চালকদের কাছ থেকে টোল আদায় না করার জন্য একটি রিট পিটিশন আবেদন করেন (পিটিশন নং- ৩৯৪৩/১৪)। মেয়রদের আদায়কৃত টোল কেন অবৈধ হবে না এই বিষয়ে চ্যালেঞ্জ করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি মি. মোঃ হাবিবুল গনি যৌথভাবে একটি রুলনিশি জারি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অমান্য করে মাধবপুর পৌরসভা কর্তৃপক্ষ মাধবপুর বাজারসহ বিভিন্ন স্ট্যান্ড ইজারা দিয়ে টোল আদায় করছে। জেলা অটোরিকশা অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আনোয়ার হোসেন গোল্ডেন জানান, হাইকোর্টের নির্দেশে জেলার অন্যান্য পৌরসভায় টোল আদায় বন্ধ থাকলেও মাধবপুর পৌরসভা টোল আদায় করে যাচ্ছে। এ বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে বলে তিনি মেয়রকে মৌখিকভাবে জানিয়েছেন। এ ব্যাপারে মাধবপুর পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহার সঙ্গে যোগাযোগ করা হলে রিট সম্পর্কে তিনি কিছু জানেন না এবং হাইকোর্টের কোনো কাগজপত্রও পাননি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।