রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকা থেকে রেলওয়ে থানা পুলিশ ৫০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ফারুক শেখ (২৩) ওরফে ছোট ফারুককে আটক করেছে। গত শনিবার রাত আনুমানিক ১০টায় বড় স্টেশন রেলওয়ে বিদ্যুৎ অফিসের সামনে থেকে রেলওয়ে থানার এএসআই কামাল সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। ফারুক শহরের বড় স্টেশন কুলি বাগান এলাকার সফিক শেখের ছেলে। পুলিশ জানায়, ফারুক শেখ চাঁদপুর-চট্টগ্রাম মধ্যে চলাচলকারী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেসে লাকসাম থেকে ৫০০ পিস ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর স্টেশনে এসে নামে। এ সময় রেলওয়ে পুলিশ মাদক বিক্রেতা ফারুককে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বহু মাদক পাচার ও বিক্রির মামলা রয়েছে। গত ৮ মাস আগেও সে রেলওয়ে থানার পুলিশের হাতে মাদকসহ আটক হয়ে ৮ মাস কারা ভোগ করে জামিনে এসে ফের ইয়াবা বিক্রির সাথে জড়িত হয়। এ ব্যাপারে রেলওয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।