রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে গত শনিবার রাতে ঝড়ে খায়রুদ্দিন খান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিসসহ শ্রেণী কক্ষকের বেড়া ও টিনের চাল সম্পূর্ণ উড়িয়ে নিয়ে গেছে। এতে বিদ্যালয়টি বিধস্থ হয়ে পড়ে আছে। জানা গেছে, ১৯৯৬ ইং সনে প্রতিষ্ঠিত অত্র বিদ্যালয়টি ২০০১ইং সনে মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয়ে সুনামের সাথে শিক্ষর্থীদের পাঠদান দিয়ে আসছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৬ জন শিক্ষক প্রায় ২০০ শতাধিক শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে শিক্ষকরা সরকারি বেতন-ভাতা ছাড়া কর্মরত আছেন। নিজ ও ব্যক্তি অনুদানে প্রতিষ্ঠিত অফিসসহ শ্রেণী কক্ষ নির্মাণ করে বিদ্যালয়টি স্থাপন করা হয়। কিন্তু শনিবারের কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়টি সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ায় বিদ্যালয়ে পাঠদানসহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যাওয়া অশ্চিয়তার পড়েছে। পরদিন বিকালে ঝড়ে বিধস্থ খায়রুদ্দিন খান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব, গৌরীপুর প্রেসক্লাব সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এডভোকেট শরাফ উদ্দিন পাঠান, প্রধান শিক্ষক, অভিভাবকসহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় চেয়ারম্যান হাবিব ভেঙে পড়া বিদ্যালয়টি সংস্কার করা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ প্রতিনিধিকে প্রধান শিক্ষক মোঃ হুমাযুন কবির জানান, বিধস্থ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠাদান দেয়া খুব সমস্যা হবে। সকলের সহযোগিতা ছাড়া বিদ্যালটি পুনঃনির্মাণ সম্ভব নয়। খোলা আকাশের নিচেই শিক্ষার্থীদের পাঠদান দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।