Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ৫:৩৪ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো-জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ফিরোজ হাওলাদারের ছেলে নাজমুল (১১) ও নাঈম (৮)। তারা তাফালবাড়িয়া গ্রামে নানা বাড়ির কাছে তাফালবাড়িয়া হাসানিয়া হাফেজি মাদ্রাসার ছাত্র ছিল।

সাপলেজা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আফজাল জানান, এক মাস আগে নাজমুল ও নাঈমের মা মারা গেছেন। এরপর তাদের নানা বাড়ির কাছের আবাসিক মাদ্রাসায় ভর্তি করা হয়। সোমবার দুপুরে দুই ভাই মাদ্রাসার পুকুরে গোসল করতে গিয়ে প্রথমে নাঈম ডুবে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে নাজমুলও পানিতে ডুবে যায়। টের পেয়ে স্থানীয়রা নাজমুল ও নাঈমকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ