Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন শিশুসন্তানকে গলা কেটে হত্যা : বাবার মৃত্যুদণ্ড

কক্সবাজার অফিস | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ৩:২৮ পিএম

জেলার চকরিয়ায় তিন শিশুসন্তানকে গলা কেটে হত্যার দায়ে বাবা আবদুল গণিকে (৪০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা দায়রা ও জজ আদালত। আজ সোমবার দুপুরে বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল গণি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের চৌধুরী পাড়ার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ মে ভোরে গণি একই সঙ্গে তার তিন শিশু মেয়ে আয়েশা ছিদ্দিকা (১০), শিউলি জান্নাত (৮) ও দেড় বছরের তাহুরা জান্নাতকে গলা কেটে হত্যা করে। ওইদিন গণি পালিয়ে গেলেও তিনদিন পর পুলিশ চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মমতাজ আহমদ তিন শিশুসন্তান হত্যায় বিচারক আজ এ আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Nasim Ferdous ১০ এপ্রিল, ২০১৭, ৩:৩৪ পিএম says : 0
    কোথায় চলে গেছে মানবতা,ভালবাসা??কি ভাবে একজন বাবা তার আদরের সন্তানদের হত্যা করতে পারে???কোথায় চলে গেছে আমাদের সভ্যতা....?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ