বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জেলার চকরিয়ায় তিন শিশুসন্তানকে গলা কেটে হত্যার দায়ে বাবা আবদুল গণিকে (৪০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা দায়রা ও জজ আদালত। আজ সোমবার দুপুরে বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল গণি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের চৌধুরী পাড়ার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ মে ভোরে গণি একই সঙ্গে তার তিন শিশু মেয়ে আয়েশা ছিদ্দিকা (১০), শিউলি জান্নাত (৮) ও দেড় বছরের তাহুরা জান্নাতকে গলা কেটে হত্যা করে। ওইদিন গণি পালিয়ে গেলেও তিনদিন পর পুলিশ চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মমতাজ আহমদ তিন শিশুসন্তান হত্যায় বিচারক আজ এ আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।