Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ২:১৬ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে মো. রফিক (৪৫)বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

জানা যায়, আজ সোমবার সকালে বরিশালের রূপাতলীতে নির্মাণাধীন ভবনের পা‌নির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক রফিক অচেতন হয়ে পড়েন। সকাল সাড়ে দশটায় ব‌রিশাল শের ই বাংলা চি‌কিৎসা মহা‌বিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ রোগীর সাথে আসা স্বজনদের বরাত দিয়ে জানান, রূপাতলী এলাকার শের-ই-বাংলা সড়কের গোলাম মোস্তফা মিয়ার নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করতেন মো. রফিক। সকালে পা‌নির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হন।

উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ সুরতহাল রি‌পোর্ট ও ময়নাতদ‌ন্তের জন্য হাসপাতা‌লের মর্গে রাখা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ