Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীর ভারত সফর : বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

প্রধানমন্ত্রীর ভারত সফর : বৈঠক ডেকেছেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনার জন্য বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ‘জরুরি বৈঠক’ ডেকেছেন খ | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১১:৫১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনার জন্য বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ‘জরুরি বৈঠক’ ডেকেছেন খালেদা জিয়া। হাসিনার দিল্লি সফরে ফের ৫ বছরের শঙ্কায় খালেদা
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক বসবে।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ভারত সফর, সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারকসহ রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা এবং পরবর্তী করণীয় ঠিক করতেই ম্যাডাম এই বৈঠকে ডেকেছেন।”
ভারতে চার দিনের সফর শেষে সোমবার রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকের পর দুই দেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক রয়েছে, যার বিরোধিতা করে আসছিল বিএনপি
ওই সমঝোতা স্মারকের বিষয়ে ইংগিত করে রোববার রাতে আইনজীবীদের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, আরও পাঁচ বছর ‘ক্ষমতায় থাকার জন্য’ বর্তমান সরকার ‘দেশ বিক্রির চুক্তি’ করেছে।
“দেশে বর্তমানে সরকার যাদেরকে বলা হয়, তারা আসলে জনগণের সরকার নয়, তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়। ভবিষ্যতেও তারা একই পরিকল্পনা করছে কীভাবে আবার ক্ষমতায় আসবে। আজকে দেশ বিক্রি করে দিয়েছে। সেজন্য পাঁচ বছরের জন্য এটা একটা চুক্তি করেছে। কী? পাঁচ বছর তাকে থাকতে দিতে হবে। এই চুক্তি তো তিনি সেজন্য করলেন।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ