রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ায় যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করেছে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র। গতকাল রোববার ভোরে আশুলিয়ার মরাগাং ব্রিজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার গড্ডীমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আল আমীন (৩০), গাইবান্ধা জেলার সদর থানার পিয়ারাপুর গ্রামের সামছুল আলমের ছেলে পারভেজ হোসেন (২৫), বগুড়া জেলার দুপচাচিয়া থানার চামরুল গ্রামের মহসিন তালুকদারের ছেলে নুর মোহাম্মদ ছোটন (২৮), মানিকগঞ্জ জেলার সদর থানার রাল্লে গ্রামের ইশার আলীর ছেলে মো: সজীব (২৪), গাজীপুর জেলার জয়দেবপুর থানার কাশিমপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো: রাকিব (২৮) ও একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো: হৃদয় (২৩)। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মড়াগাং এলাকায় যানবাহনে ডাকাতি হওয়ার প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। কিন্তু আরো ৪-৫ জন ডাকাত সদস্য পালিয়ে যায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পরে পুলিশ গ্রেফতারকৃতদের তল্লাশি করে দুইটি চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছে। পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওসি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।