Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাটকা বহনের অভিযোগে ৪ জনের কারাদন্ড

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরে জাটকা বহনের অভিযোগে গতকাল রোববার সকাল ১১টায় ৪ জনকে ১ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্তরা হলেন- চাঁদপুর পুরাণবাজার উত্তর শ্রীরামদী এলাকার সেলিম বেপারীর ছেলে মো, রোকন বেপারী, সদর উপজেলার মহমায়া বাজারের করিম পাটওয়ারীর ছেলে দেলোয়ার হোসেন পাটওয়ারী, ভোলা জেলার জিন্নাহঘর হানারচর পাশা এলাকার আবুল কালামের ছেলে মনির পাটওয়ারী ও একই জেলার পলাশপুর কাউনিয়া এলাকার রাজ্জাক ভ‚ঁইয়ার ছেলে পাবেল। পুলিশ সূত্রে জানায়, চঁাঁদপুর শহরের শপথ চত্ব¡র থেকে রোববার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিত এসআই (উপ-পরিদর্শক) বাপন চক্রবর্তী ও সঙ্গীয় সদস্যরা ২টি সিএনজি স্কুটার থেকে ৮ ড্রামে থাকা আনুমানিক ১৩৫ কেজি জাটকাসহ ৪ জনকে আটক করে। পরে সকাল ১১টার দিকে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ১ বছর করে সশ্রম কারাদÐ প্রদান করেন। আটককৃত জাটকাগুলো জেলা প্রশাসনের তত্ত¡াবধানে নিয়ে যাওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ