Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দ্বিতীয় শ্রেণির ছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দিলো শিক্ষক

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের ১৪ নম্বর নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম সরকারের বিরুদ্ধে ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিশু ছাত্র মো: সৈকতকে (৭) পিটিয়ে ডান হাত ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে শিশু সৈকত, তার বড় ভাই শাওন ও তার মা শামসুন্নাহার বেগম শিল্পী রাজাপুর সাংবাদিক ক্লাবে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন। সৈকত উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের কৃষক জাহিদুল ইসলাম পান্নার ছেলে। সৈকতের বড় ভাই মো: রিফাত আহম্মেদ শাওন বলেন, গত ২ এপিল দুপুরে স্কুল ছুটি হলে স্কুলের শিশুরা বাড়িতে যাওয়ার জন্য ছোটাছুটি শুরু করলে সহকারী শিক্ষক উত্তম সরকার স্কুলের পিটি করানোর জন্য বেত দিয়ে শিশুদের এলোপাতাড়ি পিটুনি শুরু করে। এতে সৈকতের ডান হাত গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং কয়েকজন শিশু আহত হয়। পরে শিশুরা পিটুনির ভয়ে দৌড়াদৌড়ি শুরু করলে ৪-৫ জন ছাত্র সৈকতের গায়ে পড়লে সৈকতের আঘাতপ্রাপ্ত ডান হাতের কনুইর জোড়ার হাড় ভেঙে রক্তাক্ত হয়ে যায়। এ অবস্থায় নিষ্ঠুর শিক্ষক উত্তম সরকার সৈকতকে ধরে নিয়ে পিটিতে দাঁড় করিয়ে রাখে। পরে সৈকত মাটিতে লুটিয়ে পড়লে তাকে লাইব্রেরিতে নিয়ে যায়। খবর পেয়ে অভিভাবকরা স্কুলে গিয়ে এ ঘটনার কারণ জানতে চাইলে অভিভাবকদের সাথে শিক্ষক উত্তম সরকার ও শিক্ষক আয়শা বেগম অসৌজন্যমূলক আচরণ ও দুর্ব্যবহার করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে ওই ছাত্রের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক উত্তম সরকার জানান, পিটুনিতে হাত ভাঙেনি, পড়ে গিয়ে ভেঙেছে। তাছাড়া বিষয়টি তো মীমাংসা হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিং ফয়সালকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। ইউএনও আফরোজা বেগম পারুল জানান, খোঁজ নিয়ে দেখছি, অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ