Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যালয়ে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রাজশাহী জেলা ও গোদাগাড়ী উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা-কর্মচারীদের এবং প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রীদের নিয়ে এ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল ১১টায় তারা কয়েকটি গাড়ি, অ্যাম্বুলেন্স ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে বিদ্যালয়ে হাজির হয়। এখানে বাস্তবে কিভাবে আগুন নেভানো হয় তার বিভিন্ন কলাকৌশল শেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ভারপ্রাপ্ত মো: ফরহাদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্স স্টেশনের লিডার আজিজুল হক, গোদাগাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ সাব অফিসার আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক মো: হায়দার আলী, সহ-প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহকারী শিক্ষক আফজাল হোসেন, মেহেরুন্নেসা, মো: ইব্রাহীমসহ সকল ছাত্রী, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ