রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের নিকলীতে মহামান্য রাষ্ট্রপতি আ: হামিদ সড়ক নামে একটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন। নিকলী-শহরমূল-করিমগঞ্জ ও গুণধর জিসি মজলিশপুর জিসি সড়কটি উদ্বোধন শেষে গতকাল রোববার সকালে নিকলী অডিটোরিয়ামে এলজিআরডির সাবেক সচিব কারার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি আলহাজ আফজাল হোসেন, এলজিইডির প্রকল্প পরিচালক মো: সেলিম মিয়া, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম মওলা, উপজেলা নির্বাহী অফিসার মো: নাসির উদ্দিন মাহমুদ, কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাড. আবু সাঈদ মো: ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভ‚ইয়া প্রমুখ। কিশোরগঞ্জ এলজিইডির বাস্তবায়নে নিকলী নতুন বাজার হতে করিমগঞ্জ পর্যন্ত দীর্ঘ সাড়ে ১০ কিলোমিটার সড়কটি এমবিএল-এমএইচ (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির নির্মাণকাজ করবে। কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম মওলা জানান, সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৫০ লাখ ৪১ হাজার ৩৮৪ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।