রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : স্বামী ও সন্তান নিয়ে সুন্দর সাজানো সংসার ছিল গৃহবধূ ডলি বেগমের। কিডনি রোগে আক্রান্ত হয়ে সব এলোমেলো হয়ে গেল। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে কিডনি ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ.কে.এম মনোয়ারুল ইসলামের চিকিৎসাধীন। ডাক্তার জানান, ডলির দুটি কিডনি ৮ দশমিক ৪ ভাগই নষ্ট হয়ে গেছে, তাকে বাঁচাতে উন্নত চিকিৎসাসহ কিডনি প্রতিস্থাপন জরুরি। এতে প্রায় ৪/৫ লাখ টাকার প্রয়োজন।
রাজশাহী জেলার চারঘাট উপজেলার ল²ীপুর গ্রামের দরিদ্র মাসুদ রানা মনজুর স্ত্রী ডলি বেগম (২৫)। একটি বেসরকারি কোম্পানিতে সামান্য বেতনে কর্মরত মাসুদ রানা মনজু’র চাকরির সুবাদে নীলফামারীর সৈয়দপুরে অবস্থান করছেন। ডলির এখন প্রতি সপ্তাহে ২ বার ডায়ালাইসিস করতে হচ্ছে, এতে প্রতিবারে সাড়ে ৫ হাজার টাকা খরচ হচ্ছে। স্বামী মাসুদ রানার পক্ষে স্ত্রীর চিকিৎসায় এ ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে মাসুদ রানা সর্বস্বান্ত প্রায়। জীবনসঙ্গীকে বাঁচাতে অনেক ঋণগ্রস্তও হয়ে পড়েছেন তিনি। এ অবস্থায় স্ত্রীকে বাঁচাতে দেশ ও সমাজের দানশীল, সহৃদয়বান ও সম্পদশালী মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন স্বামী মাসুদ রানা মনজু।
সাহায্য পাঠানোর ঠিকানাÑ
মনজুর রহমান
হিসাব নম্বর : ১৬২১০৩১৩২৯৪
ডাচ্বাংলা ব্যাংক লি. রংপুর শাখা।
মোবাইল ০১৯৩৭৪৯০৬৭৮ (বিকাশ)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।