Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক মণ মুলায় মিলছে ১ কেজি চাল

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ডোমার (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীতে নামমাত্র দামে বিক্রি হচ্ছে মুলা। ১ মণ মুলা বিক্রি করে মিলছে ১ কেজি চাল। কিছুদিন আগে প্রতি মণ মুলা ১০০-১২০ টাকা দরে বিক্রি হলেও কয়েক দিন ধরে তা বিক্রি হচ্ছে মাত্র ৩৫-৪০ টাকা মণ। ইরি-বোরো ধান উৎপাদন খরচ যোগাড় করতে অনেক চাষি আগাম আলু, রসুন, সরিষা, মুলা, গম ও ভুট্টা চাষের আগ্রহী হয়ে উঠছেন। কিন্তু মুলার এ মুল্য ধসে কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। গত শুক্রবার সকালে জেলার আমবাড়ি হাটে সবজি বাজারে মুলা পাইকারি ৩৫-৪০ টাকা মণ দরে বিক্রি করতে দেখা গেছে। কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা গ্রামের কৃষক আজিজার রহমান জানান, ৩২ শতক জমিতে মুলা চাষ করতে তার খরচ হয়েছে ৩ হাজার টাকা। তিনি মুলা পেয়েছেন ৫২ মণ। তা বিক্রি করেছেন ১ হাজার ৯শ’ টাকা। তার লোকসান হয়েছে ১১শ’ টাকা। নীলফামারী কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইদ্রিস আলী জানান, সবজির দাম না থাকায় এ জেলার কৃষকরা সবজি চাষাবাদে উৎসাহ হারিয়ে ফেলছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ