বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় অস্ত্র, গুলি, মোটরসাইকেল, ইজিবাইক ও ডাকাতির সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের চার জনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
আজ রোববার দুপুরে র্যাব-১২ কমান্ডিং অফিসার (সিও) সাহাবুদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান।
জানা যায়, গতরাতে পাবনা ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ঈশ্বরদীর পূর্বটেংরী শেরশাহ রোড এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মানিকুজ্জামান সুমন ওরফে মানিক (৪২), গোকুলনগর এলাকার মৃত মনজিল সরদারের ছেলে মোখলেছ সরদার (২৪), ভেলুপাড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৩৫) ও কুষ্টিয়ার ভেড়ামারা সদর উপজেলার ক্ষেমিরদিয়া মুন্সীপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে ফারুক হোসেন তুহিন (৪০)।
সংবাদ সম্মেলনে সাহাবুদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাব ঈশ্বরদী রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল, একটি ইজিবাইক, ১২টি মোবাইল ফোন ও ডাকাতির করার জন্য বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।