Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় আন্তঃজেলার ৬ ডাকাত গ্রেফতার

আশুলিয়া সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ২:২৫ পিএম

আশুলিয়া সংবাদদাতা : ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার মরাগাং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুটি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ রোববার ভোরে আশুলিয়ার মরাগাং ব্রিজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার গড্ডীমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলামীন (৩০), বর্তমানে তিনি আশুলিয়ার শিমুলিয়ার আমনের বাসার ভাড়াটিয়া। গাইবান্ধা সদরের পিয়ারাপুর গ্রামের সামছুল আলমের ছেলে পারভেজ হোসেন (২৫), তিনি পলাশবাড়ি এলাকার টিপুর বাসায় ভাড়া থাকতেন। বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার চামরুল গ্রামের মহসিন তালুকাদের ছেলে নুর মোহাম্মদ ছোটন (২৮), তিনি আখরাইন বৌবাজার এলাকায় রমজানের বাসায় থাকতেন। মানিকগঞ্জ সদরের রাল্লে গ্রামের ইশার আলীর ছেলে সজীব (২৪), গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুর গ্রামের হেলালের ছেলে রাকিব (২৮), একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. হৃদয় (২৩)।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) অহিদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে আব্দুল্লাহপুর বাইপাইল সড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানো চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ৬ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে দু’টি চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত ৬ জন। এছাড়া বাকী ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। তারা ঢাকাসহ আশপাশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন এলাকায় অবস্থান করে তথ্য সংগ্রহ শেষে সঙ্গবদ্ধভাবে ডাকাতি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ