Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী গুলিবিদ্ধ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১:৩১ পিএম

খুলনা ব্যুরো : খুলনার সোনাডাঙ্গায় অস্ত্র উদ্ধারের সময় সন্ত্রাসীদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী টুন্ডা শামীম (২৮) গুলিবিদ্ধ হয়েছেন।

আজ ভোরে মহানগরীর সোনাডাঙ্গার ছোট বয়রা টেক্সটাইল মিল মাঠে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) পল্লব ও সঞ্জীব।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, সন্ত্রাসী টুন্ডা শামীমকে একটি রিভলভার ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করে নিয়ে আসার সময় তার সাঙ্গপাঙ্গরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে শামীম গুলিবিদ্ধ হন।

শামীমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে ৭-৮টি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ