বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এসে মানুষের হাতে আটক হলো বাঘ শাবক। নেত্রকোনা সদর উপজেলার বর্নী গ্রামের কৃষক শাহজাহানের বাড়িতে হাঁসের খামারে ফাঁদে আটকা পড়ে ওই বাঘ শাবক।
রোববার নেত্রকোনা বন বিভাগ পুলিশের সহায়তায় বাঘ শাবকটিকে শেরপুরের ইকো পার্কে পাঠায়।
খামার মালিক শাহজাহান জানান, বছর খানেক আগে তিনি নিজ বাড়িতে একটি ঘরে হাঁসের খামার গড়ে তুলেন। ৫০০ হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করেন। খামারটি প্রতিষ্ঠার পর থেকেই প্রায় রাতেই তার খামার থেকে হাঁস কমতে থাকে। এভাবে প্রায় ১৫০ হাঁস কমে যায়। এতে তার সন্দেহ হয়। তিনি শেয়াল, বেজির উপদ্রব মনে করে খামারের চারপাশে জাল ও পলিথিন দিয়ে রক্ষার চেষ্টা করেন। কিন্তু এরপরও হাঁস কমা বন্ধ হয় না। কিছুদিন আগে তিনি অন্য গ্রাম থেকে লোহার খাঁচা কিনে আনেন। খাঁচাটি ওয়ার্কশপ থেকে মেরামত করেন। পরে বাঁশ ও সুতা দিয়ে ফাঁদ তৈরি করেন। শনিবার মধ্যরাতে ঘটে যায় বিপত্তি। ফাঁদে আটকা পড়ে ওই বাঘ শাবক।
তিনি রোববার সকালে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, নেত্রকোনা মডেল থানা পুলিশ ও নেত্রকোনা বন বিভাগে খবর দেন। বাঘ শাবকটি লম্বায় প্রায় দুই ফুট, উচ্চতা এক ফুট এবং ওজন ৮ থেকে ১০ কেজি হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।