Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১০:১৭ এএম | আপডেট : ২:২৮ পিএম, ৯ এপ্রিল, ২০১৭

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে এক কলেজ ছাত্রীকে রাতে ডেকে নিয়ে চোখ উপড়িয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে বাড়ির সামনেই ভুট্টা ক্ষেতে লাশ ফেলে রেখেছে দুর্বৃত্তরা। কলেজ ছাত্রীর নাম জাবেদা আক্তার।

আজ রবিবার সকালে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বারপাইখা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।

জানা গেছে, উপজেলার বারপাইখা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মানিকগঞ্জ খন্দকার দেলোয়ার হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী জাবেদা আক্তারকে বাড়ি থেকে সন্ধ্যারাতে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে যায়। রাত গভীর হতে থাকলে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা তার সন্ধান পেতে খুঁজতে থাকে। সারা রাত তাকে না পেলেও ভোর বেলায় তার লাশ দেখতে পায় বাড়ির পাশেই ভুট্টা ক্ষেতে। তবে পুলিশ জাবেদার ব্যবহৃত মোবাইল সেটটি উদ্ধার করলে ও সিম কার্ড পাওয়া যায়নি।

এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, এ হত্যাকাণ্ডটি পরিকল্পিত ভাবে হয়েছে। তবে এটি প্রেম ঘটিত হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ