বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরে ‘সন্ত্রাসীদের দু’পক্ষের বন্দুকযুদ্ধে’ শনিবার ভোরে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া এক সন্ত্রাসী নিহত হয়েছে। তার নাম রাজিব (২৯)। সে যশোর শহরের খোলাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকার মোহর আলী ড্রাইভারের ছেলে। নিহতের মা আকলিমা খাতুন শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে এসে রাজিবের লাশ শনাক্ত করেন।
প্রসঙ্গত, শনিবার ভোরে যশোর পুলিশ অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। নিহতের মাথার ডানপাশে গুলিবিদ্ধ ছিল। পুলিশ শহরের খোলাডাঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার এবং সেখান থেকে অস্ত্র গুলি ও বোমা উদ্ধার করে। নিহতের পরনে সাদার পরে প্রিন্ট একটি থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল। তার মুখে অল্প দাঁড়ি রয়েছে। কোতয়ালী থানার ওসি একেএম আজমল হুদা জানান, ভোর পৌণে চারটের দিকে তাদের কাছে খবর আসে শহরের খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওইসময় খোলাডাঙ্গা এলাকার সোহরাবের চাতালের পাশে অজ্ঞাত এক গুলিবিদ্ধ যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি, ৫টি বোমা, দুটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।