Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্লক মার্কেটে লেনদেন ১৭৯ কোটি ৭৪ লাখ টাকা

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জেরে (ডিএসই) বøক মার্কেটে ৩২ কোম্পানির ১৭৯ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিগুলো হলোÑ এসিআই লিমিটেড, এসিআই ফরমুলেসন, আমানফিড লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল, সিভিও পেট্রোকেমিক্যাল, ডিবিএইচ, এক্সিম ব্যাংক, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, আইডিএলসি ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, এমআই সিমেন্ট, এমজেএল বাংলাদেশ, এনএলআই ফাস্ট মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল পলিমার, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, এসইবিল ফাস্ট মিউচুয়াল ফান্ড, সিঙ্গার বাংলাদেশ, শাহজিবাজার পাওয়ার, ইউসিবি, ইউনাইটেড ফাইন্যান্স, বাটা সু, বার্জার পেইন্ট, সিটি ব্যাংক, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ফিড মিলস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিঙ্গার বাংলাদেশের। ব্লক মার্কেটে কোম্পানির ৪৬ লাখ ১৬ হাজার ৮৩৩টি শেয়ার একবার লেনদেন হয়। যার বাজার দর ৮৪ কোটি ২৫ লাখ ৭০ হাজার টাকা। বøক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যেÑ এসিআই লিমিটেডের দুই লাখ শেয়ার দুইবার লেনদেন হয়, যার বাজার দর ৯ কোটি ৫৮ লাখ টাকা। এসিআই ফরমুলেশনের ২৯ হাজার ১৪৪টি শেয়ার একবার লেনদেন হয়, যার বাজার দর ৬৪ লাখ ৩০ হাজার টাকা। আমান ফিডের ৫০ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজার দর ৪০ লাখ ৭০ হাজার টাকা। বেঙ্গল উন্ডসোর থার্মোপ্লাস্টিকের এক লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজার দর ৫১ লাখ টাকা। ব্রাক ব্যাংকের এক লাখ শেয়ার দুইবার লেনদেন করে, যার বাজার দর ৯৩ লাখ টাকা। বেক্সিমকো ফার্মার এক লাখ ৭১ হাজার ৩৮৫টি শেয়ার একবার লেনদেন করে, যার বাজার দর দুই কোটি এক লাখ ৯০ হাজার টাকা। সিএমসি কামালের ৪৫ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজার দর ১২ লাখ ৬০ হাজার টাকা। সিভিও পেট্রো কেমিক্যালের ৩৭ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজার দর ৭২ লাখ ২০ হাজার টাকা। ডিবিএইচের ২৫ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজার দর ৩০ লাখ ৫০ হাজার টাকা। এক্সিম ব্যাংকের আট লাখ শেয়ার একবার লেনদেন করে, যার বাজার দর এক কোটি আট লাখ টাকা। গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১০ হাজার ১৫০টি শেয়ার একবার লেনদেন হয়, যার বাজার দর পাঁচ লাখ ৫০ হাজার টাকা। আইডিএলসি ফাইন্যান্সের ২৪ হাজার ৫০০টি শেয়ার একবার লেনদেন হয়, যার বাজার দর ১৮ লাখ ৬০ হাজার টাকা। আইএফআইসি ব্যাংকের দুই লাখ শেয়ার দুইবার লেনদেন হয়, যার বাজার দর ৬১ লাখ টাকা। এমআই সিমেন্টের ১০ হাজার শেয়ার একবার লেনদেন হয় যার বাজার দর ১১ লখ ১০ হাজার টাকা। এমজেএল বাংলাদেশের চার হাজার ৬৮৭টি শেয়ার একবার লেনদেন হয় যার বাজার দর পাঁচ লাখ ৪০ হাজার টাকা। এনএলআই ফাস্ট মিউচুয়াল ফান্ডের দুই লাখ ৫০ হাজার ইউনিট দুইবার লেনদেন হয়, যার বাজার দর ৩৫ লাখ ৮০ হাজার টাকা। ন্যাশনাল পলিমারের এক লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজার দর এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পাঁচ লাখ শেয়ার একবার লেনদেন হয় যার বাজার দর ১৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। প্রিমিয়ার ব্যাংকের দুই লাখ শেয়ার একবার লেনদেন হয় যার বাজার দর ২৫ লাখ টাকা। প্রাইম ব্যাংকের চার লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজার দর ৭৮ লাখ টাকা। এসইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের দুই লাখ ইউনিট একবার লেনদেন হয়, যার বাজার দর ২৬ লাখ ২০ হাজার টাকা। শাহজিবাজার পাওয়ারের পাঁচ লাখ শেয়ার ছয়বার লেনদেন হয়, যার বাজার দর সাত কোটি টাকা। ইউসিবির ৯৬ হাজার ৯৩৬টি শেয়ার একবার লেনদেন হয়, যার বাজার দর ২১ লাখ ৯০ হাজার টাকা। ইউনাইটেড ফাইন্যানেন্সের এক লাখ ৪০ হাজার শেয়ার একবার লেনদেন হয় যার বাজার দর ৩৫ লাখ টাকা। বাটা সুর ২০ হাজার শেয়ার দুইবার লেনদেন হয় যার বাজার দর দুই কোটি ২৫ লাখ টাকা। বার্জার পেইন্টের ৩১ হাজার ৭০০টি শেয়ার তিনবার লেনদেন হয়, যার বাজার দর ছয় কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা। সিটি ব্যাংকের পাঁচ লাখ ২০ হাজার শেয়ার তিনবার লেনদেন হয়, যার বাজার দর এক কোটি ৯৮ লাখ টাকা। গ্রামীণফোনের তিন লাখ ২৭ হাজার ৯৬৬টি শেয়ার সাতবার লেনদেন হয়, যার বাজার দর ১১ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। লাফার্জ সুরমা সিমেন্টের পাঁচ লাখ শেয়ার দুইবার লেনদেন হয়, যার বাজার দর তিন কোটি ৬৭ লাখ টাকা। ন্যাশনাল ফিড মিলসের এক লাখ ২২ হাজার ৩২০টি শেয়ার তিনবার লেনদেন হয়, যার বাজার দর ৩৪ লাখ ৯০ হাজার টাকা। স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এক লাখ ৩৮ হাজার ৪১৩টি শেয়ার ৯ বার লেনদেন হয়, যার বাজার দর তিন কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকা। -ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্লক

২৪ সেপ্টেম্বর, ২০২১
১১ জানুয়ারি, ২০২১
১৬ এপ্রিল, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ