Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:১২ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৩ ফেব্রুয়ারি) ব্লক মার্কেটে ১১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এফএএস ফিন্যান্স। কোম্পানিটির মোট ৩ কোটি ৮০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানির ২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। নাভানা সিএনজি মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- সিভিও পেট্রোকেমিক্যাল ৩০ লাখ ৭৫ হাজার, ইস্টার্ন ইন্স্যুরেন্স ৫ লাখ ২৫ লাখ, জেনেক্স ইনফোসিস ১৪ লাখ ৯২ হাজার, রেকিট বেনকিজার ৫ লাখ ৫১ হাজার, রেনউইক যজ্ঞেশর ১৬ লাখ ৬৯ হাজার, সোনারবাংলা ইন্স্যুরেন্স ২৭ লাখ ৩১ হাজার এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৬৩ লাখ ২৭ হাজার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ