Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাপ্তাহিক লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ইসলামী ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানির শেয়ার দর কমেছে ১৫.০৯ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, ইসলামী ব্যাংক গড়ে প্রতিদিন ১৮ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন করেছে। পুরো সপ্তাহে কোম্পানির মোট ৯২ কোটি ৮ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার দর কমেছে ১২.৪১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানির ১ কোটি ৮২ লাখ ৬ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানির মোট ৯ কোটি ১ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ১১.০৬ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানির ৭ কোটি ১২ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানির মোট ৩৫ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ফিড মিল ১০.২৮, সেন্ট্রাল ফার্মা ১০.২৫, মার্কেন্টইাল ইন্সুরেন্স ১০.০০, প্রগতি ইন্সুরেন্স ৯.৪৭, এবি ব্যাংক লিমিটেড ৯.৩৬, বাংলাদেশ ফাইন্যান্স ৮.৫৭, আইএফআইসি ব্যাংক ৮.৫৪ শতাংশ দাম কমেছে। -ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাপ্তাহিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ