রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার সখল্যার মোড় নামকস্থানে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। এ সময় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা নামক স্থানে শেরপুর থেকে ময়মনসিংহগামী মুরগি বোঝাই পিকআপের সাথে ময়মনসিংহ থেকে শেরপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ যাত্রীদের ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে অপর একজন মারা যান। নিহতরা হলেন- পিকআপ যাত্রী মুরগি ব্যবসায়ী ময়মনসিংহ সদরের কেওয়াটখালি গ্রামের মৃত শমসের আলীর পুত্র ইদ্রিস আলী (৪৫), দিঘারকান্দা গ্রামের নজরুল ইসলামের পুত্র হৃদয় মিয়া (১৮) ও মৃত আব্দুল মজিদের পুত্র শহিদুল ইসলাম (৪২)। এতে পিকআপ চালক বুরহান (২৬) ও আল আমিন (৩৫) গুরুতর আহত হয়। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে ফুলপুর থানার ওসি আলী আহাম্মদ মোল্লা নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনা কবলিত পিকআপ ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।