Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ২

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার সখল্যার মোড় নামকস্থানে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। এ সময় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা নামক স্থানে শেরপুর থেকে ময়মনসিংহগামী মুরগি বোঝাই পিকআপের সাথে ময়মনসিংহ থেকে শেরপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ যাত্রীদের ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে অপর একজন মারা যান। নিহতরা হলেন- পিকআপ যাত্রী মুরগি ব্যবসায়ী ময়মনসিংহ সদরের কেওয়াটখালি গ্রামের মৃত শমসের আলীর পুত্র ইদ্রিস আলী (৪৫), দিঘারকান্দা গ্রামের নজরুল ইসলামের পুত্র হৃদয় মিয়া (১৮) ও মৃত আব্দুল মজিদের পুত্র শহিদুল ইসলাম (৪২)। এতে পিকআপ চালক বুরহান (২৬) ও আল আমিন (৩৫) গুরুতর আহত হয়। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে ফুলপুর থানার ওসি আলী আহাম্মদ মোল্লা নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনা কবলিত পিকআপ ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ