রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার গাবতলী দূর্গাহাটার পল্লীতে রায়হানুল হক (২৬) এক দিনমজুরকে মারধর ও প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দূর্গাহাটার বাইগুনি সাইরপাড়া গ্রামের আলম প্রাং এর পুত্র দিনমজুর রায়হানুল হক ও তার সঙ্গী নীরব ও আকাশকে নিয়ে পাশ্ববর্তী গ্রামের তার একমাত্র খালা খালেদা বেগমের বাড়ীতে বেড়াতে যান। সেখানে খালার নিকট থেকে ৫০ হাজার টাকা নিয়ে বাড়ীতে রওনা হলে ওই দিন রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে হাতিবান্ধা বাজারের ২শ’ গজ দক্ষিণে সোলারতাইড় মুখী কাঁচা রাস্তা মোড় এলাকায় পৌঁছলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা হাতিবান্ধা এলাকার আরিফ, রহিম, শাওন, আপিকুল, আলমাসসহ আরো অজ্ঞাতনামা ৬/৭জন দলবন্ধ হয়ে ধারালো দা, লাঠি ও লোহার রড়সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে। এ সময় অশ্লীল ভাষায় গালিগালাজ ও তর্কবিতর্কের একপর্যায়ে তারা রায়হানুলকে এলোপাথারীভাবে মারপিট করে ও প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে রায়হানুলের নিকট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় রায়হানেেলর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় রায়হানুল হক বাদী হয়ে হাতিবান্ধা শান্তির মোড় গ্রামের আলতা রহমানের পুত্র আরিফকে প্রধান আসামি করে একই এলাকার রহিম, শাওন, আপিকুল, আলমাসসহ ৬/৭জন কে অজ্ঞাত করে গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।