রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির দায়েরকৃত ভাঙচুর ও নাশকতা মামলায় ফুলবাড়ী পৌরসভার দু’বারের নির্বাচিত মেয়র মুরতুজা সরকার মানিককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে চতুর্থ দিন গতকাল শনিবারও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সাধারণ মানুষ। সম্মিলিত পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা বলেন, আগামী ১৩ এপ্রিল বৃহস্পতিবারের মধ্যে মেয়র স্বপদে ফিরে না এলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। স্থানীয় নিমতলা মোড়ে বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে ফুলবাড়ী ডেকোরেটর মালিক সমিতির সভাপতি ও ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সম্মিলিত পেশাজীবী সংগঠনের সদস্য সচিব সহকারী অধ্যাপক শেখ সাবীর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি পৌর কাউন্সিলর গোলাফ্ফর হোসেন, দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ফুলবাড়ী থানা ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি ফারুক আহম্মেদ,ফুলবাড়ী জুয়েলারী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মানিক মন্ডল, ফুলবাড়ী উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান সাইদ, ফুলবাড়ী টিউবওয়েল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, ডেকোরেটর মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন, ফুলবাড়ী লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনিরুজ্জামান মনি, ফুলবাড়ী গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাচ্চু, তরুন ব্যবসায়ী সমিতির মমিনুল ইসলাম, ফুলবাড়ী হকার্স সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ প্রমুখ। বক্তারা পৌর মেয়র মুরতুজা সরকার মানিকের সাময়িক বরখাস্তের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এশিয়া এনার্জির লোলুপ দৃষ্টির কারণে ২০০৬ সালের ২৬ আগস্ট বিডিআরের গুলিতে আল আমিন, সালেকীন ও তরিকুল নিহত হয়। আহত হয় প্রায় ২ শতাধিক আন্দোলনকারী জনতা। তারা আরও বলেন, যতক্ষণ পর্যন্তু এই লুটেরা এশিয়া এনার্জির সকল কার্যক্রম বন্ধসহ ৬ দফা চুক্তির বাস্তবায়ন হয়নি ততক্ষণ পর্যন্ত ফুলবাড়ীবাসীর আন্দোলন চলবে এবং সেইসাথে আন্দোলনকারীদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ পৌর মেয়রকে স্বপদে বহালের দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।