Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নেত্রকোনা হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : সময়মত সঠিকভাবে বাঁধ নির্মাণ না করায় অতি বর্ষণ ও পাহাড়ী ঢলে বণ্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে আগাম বন্যা কবলিত নেত্রকোনার হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে গতকাল শনিবার নেত্রকোনায় বিশাল মানববন্ধন করেছে নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন। শনিবার সকালে পৌরসভার মোড়ে মানববন্ধন কর্মসূচিতে নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার লোকজন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। মানববন্ধনে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুদর্শার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের সভাপতি সাবেক এম এন এ প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট সাদির উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম ভ‚ইয়া, নাগরিক আন্দোলনের প্রধান উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) আব্দুন নূর খান, জেলা জাতীয় পার্টির আহŸায়ক এডভোকেট লিয়াকত আলী খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নুরু, জেলা সিপিবির সাবেক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, সাধারণ সম্পাদক খানে আলম খান, সাংগঠিক সম্পাদক তানভীর জাহান চৌধুরী, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক হাবিবা রহমান শেফালী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, কৃষি ও এনজিও ঋণ মওকুফ, ধনু নদীর উৎস হতে মেঘনার মোহনা পর্যন্ত খনন করে স্থায়ী বাঁধ নির্মাণ, পর্যাপ্ত ত্রাণ প্রদান ও রেশনিং ব্যবস্থা চালু, নতুন করে কৃষকদেরকে সুদমুক্ত কৃষি ঋণ বিতরণ, সকল সার্টিফিকেট মামলা প্রত্যাহার, পাউবো’র দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারদের বিচারের আওতায় আনা, জলমহাল ইজারামুক্ত করে ভাসান পানিতে মাছ ধরার অধিকার ও জেলা শহরের প্রধান সড়কটি দ্রæত সংস্কার করে জনদুর্ভোগ কমানোর জোর দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ