Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিকশাচালকদের সড়ক অবরোধ

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

জয়পুরহা জেলা সংবাদদাতা : জয়পুরহাটে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে জয়পুরহাট জেলা রিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন। জয়পুরহাট শহরের প্রধান সড়ক কেন্দ্রীয় মসজিদের সামনে পাচুর মোড়ে রাস্তা অবরোধ করে সেখানে বক্তব্য রাখেন জেলা রিকশা ও ভ্যান শ্রমিকের ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক মীর শহিদ, যুগ্ম সম্পাদক সরোয়ার, জেলা শ্রমিক লীগের সাধারণ ও মিজানুর রহমান মিজান প্রমুখ। অবরোধ চলাকালে সদরের সকল রাস্তা ঘাট বন্ধে হয়ে যায় ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পরে। এ সময় অবরোধকারীরা বলেন, গত ২ দিনে সদর থানা পুলিশ প্রায় ১৫০টি রিকশা, ভ্যান আটক করে তাদের কাছ থেকে মোট অংকে জরিমানা করে এবং জরিমানার টাকা দিতে না পারায় অনেকে রিকশা ও ভ্যান থানায় আটকে রাখে। ফলে সাধারণ খেটে খাওয়া শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এছাড়া অনেকেই সমিতির কিস্তির টাকা না দিতে পেরে দিশেহারা হয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারা অবিলম্বে রিকশা ও ভ্যান চালকদের সাথে আলোচনা করে এই সমস্যা সমাধানের জন্য জোড় দাবি জানান। অন্যাথায় আগামীতে বৃহত্তর আন্দোলনে হুমকি দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ