রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহা জেলা সংবাদদাতা : জয়পুরহাটে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে জয়পুরহাট জেলা রিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন। জয়পুরহাট শহরের প্রধান সড়ক কেন্দ্রীয় মসজিদের সামনে পাচুর মোড়ে রাস্তা অবরোধ করে সেখানে বক্তব্য রাখেন জেলা রিকশা ও ভ্যান শ্রমিকের ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক মীর শহিদ, যুগ্ম সম্পাদক সরোয়ার, জেলা শ্রমিক লীগের সাধারণ ও মিজানুর রহমান মিজান প্রমুখ। অবরোধ চলাকালে সদরের সকল রাস্তা ঘাট বন্ধে হয়ে যায় ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পরে। এ সময় অবরোধকারীরা বলেন, গত ২ দিনে সদর থানা পুলিশ প্রায় ১৫০টি রিকশা, ভ্যান আটক করে তাদের কাছ থেকে মোট অংকে জরিমানা করে এবং জরিমানার টাকা দিতে না পারায় অনেকে রিকশা ও ভ্যান থানায় আটকে রাখে। ফলে সাধারণ খেটে খাওয়া শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এছাড়া অনেকেই সমিতির কিস্তির টাকা না দিতে পেরে দিশেহারা হয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারা অবিলম্বে রিকশা ও ভ্যান চালকদের সাথে আলোচনা করে এই সমস্যা সমাধানের জন্য জোড় দাবি জানান। অন্যাথায় আগামীতে বৃহত্তর আন্দোলনে হুমকি দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।