বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের নৈহাটি মাঠ থেকে পুলিশ শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী ও উঠতি বয়সী সন্ত্রাসী মফিজুর রহমান (২৮) ও মানিক (২৬) নামে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। শনিবার সকালে লাশ দুইটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মফিজুর রহমান শহরের ব্যাপারীপাড়া ঢাকালে পট্রি এলাকার আব্দুল মজিদ ওরফে মজো ড্রাইভারের ছেলে। অন্যদিকে মানিক একই পাড়ার কোরবান আলীর ছেলে। নিহতদের বাবারাও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত বলে পুলিশ জানায়। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে তেতুলবাড়িয়া গ্রামের নৈহাটি মাঠের ধান ক্ষেতে দুইটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকে লাশ দুইটি উদ্ধার করে। লাশের পাশে তিন প্যাকেট ইয়াবা ও একটি ছুরি পড়ে ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে কেন্দালের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, কে বা করা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে ব্যাপারীপাড়ার মাদক ব্যবসায়ী ও উঠতি বয়সী সন্ত্রাসী মফিজুর রহমান ও মানিক নিহত হওয়ার পর তাদের বিরুদ্ধে এখন অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে তারা গোটা ব্যাপারীপাড়ায় সন্ত্রাস ও মাদকের রামরাজত্ব কায়েম করে এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করেছিলো। নিহতদের দলে এখনো ৮/১০ জন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রয়েছে। বিশেষ করে মফিজের বাবা মজো ড্রাইভার ও মানিকের বাবা কোরবান আলী দুই যুগের বেশি সময় ধরে ঝিনাইদহ জেলায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। র্যাব ও পুলিশের হাতে এরা একাধিকার গ্রেফতার হলেও জেল থেকে ছাড়া পেয়ে আবারো অন্ধকার জগতে ফিরে যায়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলার পক্রিয়া চলছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।