Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্রিজ কোনো কাজে আসছে না

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বেতাগী টাউন ব্র্রিজ অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ শুরু না হওয়ায় পৌরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঘটছে প্রায়ই দুর্ঘটনা। জানা গেছে, টাউনব্রিজ নির্মাণের দীর্ঘদিন পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্বাহী প্রকৌশল অধিদপ্তর বরগুনার আওতায় পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির অধীনে চলতি ২০১৬-১৭ অর্থবছরে শুরুর দিকে টাউন ব্র্রিজ অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজের দরপত্র আহŸান করে। ৩০ লাখ ৬৮ হাজার ৩২৪ টাকা চুক্তিমূল্যে এনায়েত হোসেন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। কিন্তু আজো ওই ঠিকাদার কাজটি শুরু না করায় স্থানীয়দের যাতায়াতে কষ্টে শেষ নেই। সবচেয়ে দুর্ভোগের শিকার হতে হচ্ছে শিশু, গর্ভবতী নারী, বৃদ্ধ ও মালামাল পরিবহনকারীদের। স্থানীয়রা অভিযোগ করেন, মানুষের চলাচলের সুবিধার্থে টাউনব্রিজ নির্মাণ করা হলেও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না হওয়ার কারণে সে সুবিধা ভোগ করতে পারছে না। এলাকাবাসী বঞ্চিতই রয়ে গেছে। বেতাগী পৌরসভার মেয়র এ বি এম গোলাম কবির জানান, মানুষের ভোগান্তি লাঘবে কাজটি যাতে শীঘ্রই শুরু করা হয় সে বিষয় সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বেতাগী উপজেলা প্রকৌশলী মোঃ ফোরকান সিকদার বলেন, কাজটি শুরু করার জন্য ইতোমধ্যে ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। আশা করি শীঘ্রই ঠিকাদার এ বিষয়ে পদক্ষেপ নেবেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আনোয়ার হোসেন টিটু বলেন, পারিবারিক সমস্যায় এত দিন পিছিয়ে ছিলাম এখন থেকে যত দ্রæত সম্ভব কাজ শুরু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ