Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

উদ্বোধনের ৩ বছরেও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ধিত অবকাঠামো উদ্বোধনের ৩ বছর অতিবাহিত হলেও ৫০ শয্যার কার্যক্রম আজও চালু হয়নি। জানা গেছে, গত ২০১৪ সালের ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা শহর গাইবান্ধা থেকে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মিত বর্ধিত অবকাঠামো উদ্বোধন করেন। উদ্বোধনের ৩ বছর অতিবাহিত হলেও ৫০ শয্যার কার্যক্রম আজও চালু হয়নি। এতে করে এলাকার ৬ লক্ষাধিক মানুষ উন্নত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া কমপ্লেক্সটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা পর্যাপ্ত শয্যা না থাকায় ফ্লোরে অবস্থান নেয়ার ভয়ে চিকিৎসা না নিয়েই বাড়িতে ফিরে যাচ্ছে। মুমূর্ষু রোগীরা জীবন বাঁচার তাগিদে শয্যা না থাকায় ফ্লোরে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। এদিকে দীর্ঘ এক বছর পূর্বে ৫০ শয্যা বিশিষ্ট কমপ্লেক্সের বর্ধিত ১৯ শয্যার বরাদ্দ পাওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না। এখনও ৩১ শয্যার মধ্যে হাসপাতালের সেবা কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১ জানুয়ারি হতে বর্ধিত শয্যার কার্যক্রম চালু করার কথা ছিল। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোস্তফিজুর রহমান জানান, সিভিল সার্জন অফিসে ১৯ শয্যা চালু করার বরাদ্দপত্র মিললেও তা আমার হস্তগত হয়নি। এ ব্যাপারে ইউএনও এস.এম গোলাম কিবরিয়া জানান, আমি এই উপজেলায় সবেমাত্র যোগদান করেছি। তবে স্বাস্থ্য কমপ্লেক্সটি থেকে যাতে এ উপজেলাবাসী চিকিৎসাসেবা পায় তা নিশ্চিত করণের লক্ষ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে নেয়ার জন্য দ্রæত ব্যবস্থা গ্রহণ করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ