রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে শিক্ষক কর্তৃক শিক্ষিকার গালে সজোরে চড় মারার বিষয় নিয়ে উপজেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গত ৪ এপ্রিল উপজেলার দোলারবাজার ইউপির বারগোপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গত ৫ এপ্রিল শিক্ষিকা উপজেলা শিক্ষা অফিসার বরাবরে এক লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার দোলারবাজার ইউপির বারগোপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন জানা যায়, ঘটনার দিন শিশু শিক্ষার্থীদের ছুটি দেয়ার বিষয় নিয়ে প্রধান শিক্ষক আতাউর রহমান একই স্কুলের সহকারী শিক্ষিকা হালিমা বেগমকে সজোরে চপেটাঘাত করলে সর্বত্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় শিক্ষা অফিসে দেয়া হালিম বেগমের আবেদনে বলা হয়, ক্লাস না থাকায় অফিসে বসা অবস্থায় কথা প্রসঙ্গে প্রধান শিক্ষক তার গালে সজোরে চপেটাঘাত করেছেন। এ ব্যাপারে সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক, সুনামগঞ্জ জেলাও ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে তার বিরুদ্ধে তিনি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস লিখিত আবেদনের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি সবাইকে মর্মাহত করেছে। তবে তদন্ত সাপেক্ষে শীঘ্রই এর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুন জানান, একজন পুরুষ শিক্ষক হয়ে কোন স্পর্ধায় একজন মহিলা শিক্ষকের উপর হাত তুলেছে। তবে এর শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। তিনি বলেন, এঘটনাই প্রমাণ করে, তার বিগত দিনের চাল-চরিত্র ভালো ছিল না। শনিবার (৮ এপ্রিল) ঘটনাস্থল তদন্তের মাধ্যমে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।