Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকৌশলীকে পেটানোর ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : পিডিবির ঘাটাইল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় পিডিবির ঘাটাইল কার্যালয়ের সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বাদী হয়ে ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খানকে প্রধান আসামি করে থানায় মামলা করেছেন। মামলায় ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের জিএস রবিউল ইসলাম তমাল, ছাত্রলীগ নেতা ইয়েন ও আয়নালসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। জানা যায়, ঘাটাইল পৌরসভায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পাশে ড্রেন নির্মাণের কাজ চলছে। সে কারণে ঘাটাইল সদর জামে মসজিদের কাছে বিদ্যুতের একটি খুঁটি সরানো নিয়ে গত মঙ্গলবার বিকেলে ঘাটাইল পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের যুগ্ম আহŸায়ক শহিদুজ্জামান খানের সাথে মোবাইলে নির্বাহী প্রকৌশলীর ক থা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জের ধরে বুধবার সকালে জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের জিএস ছাত্রলীগ নেতা রবিউল আলম তমালের নেতৃত্বে সাত-আটজন লোক নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যায় এ সময় তিনি তার তিন তলার অফিস কক্ষ থেকে দ্বিতীয় তলায় নামছিলেন। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা নির্বাহী প্রকৌশলীকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে এবং মেঝেতে ফেলে দেয়। এ সময় তার পরনের শার্ট ছিড়ে ফেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ