রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা উত্তর সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে সস্ত্রাসী হামলার ঘটনায় আহত পেন্নাই গ্রামের মোহাম্মদ আলী (৩২) নামে আরেজন গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ খবরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, গত ১ এপ্রিল শনিবার বিকেলে মোহাম্মদ আলী ও আবু সাইদসহ কয়েকজন একটি প্রাইভেট কারযোগে তিতাস উপজেলায় যাওয়ার পথে গৌরীপুর বাজারের গোমতী ব্রিজের পাশে একদল সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা গাড়ি থেকে মোহাম্মদ আলী ও আবু সাইদকে নামিয়ে লোহার রড দিয়ে বেধম পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে চলে যায়। পরে বাজারের লোকজন আহত অবস্থায় পাশের গৌরীপুর হাসপাতালে নিলে ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় জরুরি ঢাকায় প্রেরণ করেন। ওই দিন রাতেই আবু সাইদ (২৭) মারা যায় আর সাত দিন মৃত্যুর সাথে লড়াই করে গতকাল শুক্রবার সকালে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী (৩২) মারা যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছরের ৮ নভেম্বর সকালে একদল সন্ত্রাসী কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান এলাকার টপ টেরর এবং তিতাস যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসাইন সরকার ও তার শ্যালককে গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এই হত্যা মামলার আসামি ছিল নিহত আবু সাইদ ও মোহাম্মদ আলী। দাউদকান্দির গৌরীপুর বাজারের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এলাকার টপ টেরর মনির হোসাইন সরকারের সাথে আরেটি সন্ত্রাসী গ্রæপের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।