রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমিকের সামনে চলন্ত ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে হনুফা নামের এক প্রেমিকা। এ ঘটনার পর প্রেমিক মাসুদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক প্রেমিক মাসুদ (২৬) একই উপজেলার গোড়াই নাজিরপাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। নিহত প্রেমিকা হনুফা (২০) এর বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে প্রেমিকার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, হনুফা গোড়াই এলাকায় বসবাস করতো। মোবাইল ফোনে প্রথমে তাদের যোগাযোগের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে চলা প্রেমের সম্পর্ক এক পর্যায়ে শারীরিক সম্পর্কে রুপ নেয়। দীর্ঘদিন প্রেম করায় হনুফা প্রায়ই বিয়ের করার কথা বলত। কিন্তু প্রেমিক মাসুদ বিভিন্ন তালবাহানা করে তাকে বিয়ের আশ্বাস দিয়ে ঘুরাতে থাকে। অবশেষে গতকাল শুক্রবার সকালে বিয়ের বিষয়টি নিয়ে প্রেমিক-প্রেমিকার বাগবিতন্ডার এক পর্যায়ে প্রেমিকের উপর অভিমান করে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে হনুফা। এ ঘটনার পর প্রেমিক মাসুদ পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিঙ্গাসাবাদের পর আরও বিস্তারিত জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।