রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সেনবাগ (নোযাখালী) উপজেলা সংবাদদাতা : ফসলি জমিতে ইটভাটা স্থাপনের কারণে আশপাশের ফসল ও ফল গাছ নষ্ট হওয়ায় ক্ষতি পূরণের দাবিতে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকরা বিক্ষোভ মিছিল করেছে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত কৃষকরা শেখ কামাল, জামাল হোসেন, কুদ্দুস মুন্সি, জালাল আহম্মদ, কামাল উদ্দিন, জসিম আহম্মদ, বাচ্চু মিয়া নাছির মিয়ার নেতৃত্বে ইউনিয়নের বিরাহিম পুর বাজারে এ কর্মসূচি পালন করে। মিছিলটি দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাধ্য বাজারে শেষ হয়। এ সময় এলাকার নিরীহ শতাধিক কৃষক অংশগ্রহণ করে বিক্ষোভ করে ক্ষতিগ্রস্ত কয়েক জন কৃষক নষ্ট হওয়া ফসল হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। সরেজমিন গিয়ে দেখা যায়, ইটভাটার আশপাশের প্রায় অধিকাংশ জমির ফসল জ্বলে নষ্ট হয়ে গেছে, ফল গাছগুলোতে কোনো ফল নেই, এ অবস্থায় কৃষকরা দিশেহারা। বিশেষ করে বর্গা চাষিদের অবস্থা খুবই খারাপ। তারা জানান, কয়েক দিন আগে ইটভাটায় গিয়ে কিছু ক্ষতি পূরণ চাইলে মালিক পক্ষ তাদের সাথে খারাপ আচরণ করে বলেন, আমরা অনুমোদন নিয়ে ইটভাটা চালাই, তাই কারো ক্ষতি হলে আমাদের কিছু করার নেই। কৃষক জামাল হোসেন, কুদ্দুস মুন্সি, জালাল আহম্মদ, জসি আহম্মদ, বাচ্চু মিয়া নাছির মিয়াসহ কৃষকদের অভিযোগ ভাটার ধোঁয়া বের হওয়ার পাইপ বা চিমনিগুলো নির্ধারিত উচ্চতার। চেয়ে অনেক নিচু হওয়ায় ধোঁয়া অনেক নিচ দিয়ে প্রবাহিত হয়ে ফসল ও ফল গাছ নষ্ট হয়ে যাচ্ছে, এ ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।