Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যক্তি ইমেজ ও এলাকা ইমেজে চলছে ভোটের হিসাব-নিকাশ

তিতাসের জিয়ারকান্দি ইউপি উপনির্বাচন

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, কুমিল্লা উত্তর থেকে : আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার তিতাস উপজেলার আলোচিত জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। গত বছরের ৮ নভেম্বর সকালে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন জিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান এবং তিতাস যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসাইন সরকার। গত নির্বাচনে এখানে কাউকে চেয়ারম্যান পদের প্রার্থী হতে দেয়নি। ফলে মনির হোসাইন সরকার বীনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দু’জন থাকায় প্রচার-প্রচারণা জমে উঠেছে। দুই প্রার্থীই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী এবং তিতাস উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ আলহাজ আলী আশরাফ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী ক্লিন ইমেজ ব্যক্তিত্ব তরুণ সামাজসেবী গোলাম সারোয়ার সরকার (আনারস) তাদের কর্মী-সমর্থক নিয়ে মাঠে নেমেছেন। দুই প্রার্থীরই এলাকায় জনপ্রিয়তা রয়েছে। নৌকার প্রার্থী আলী আশরাফ ও আনারস মার্কার প্রার্থী সারোয়ার সরকার বিজয়ের আশাবাদ নিয়ে নাওয়-খাওয়া ভুলে গ্রামের বাড়ি বাড়ি ভোটারদের কাছে ভোট ভিক্ষা চাইছেন আর এলাকার উন্নয়নের প্রতিশ্রæতি দিচ্ছেন। একদিকে প্রার্থীরা অন্যদিকে তাদের সমর্থক-কর্মীরা গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি উঠান বৈঠক করছেন। বিজয়ের মালা গলায় পড়তে দুই প্রার্থী চ্যালেঞ্জ নিয়ে ঘুম হারাম করে দিয়েছেন। নির্বাচনী প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ইউনিয়নের প্রত্যন্ত জনপদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারণার পাশাপাশি তাদের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছেন। মোটকথা প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। এদিকে ভোট অনুষ্ঠানের দিন যতই ঘনিয়ে আসছে ভোটের মাঠের দৃশ্যপট ততই বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে ভোটের হিসাব-নিকাশও। প্রথম দিকের ভোটের হিসাবের সাথে এখনকার ভোটের হিসাবের মিল নেই। প্রার্থীদের ব্যক্তি ইমেজ ও এলাকা ইমেজে এখন ভোটের হিসাব-নিকাশ চলছে। তবে নৌকা ও আনারসের মধ্যে তুমুল লড়াই হবে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় নেমেছেন। এদিকে ভোটাররা ও এলাকাবাসী ভোট সুষ্ঠু হওয়া নিয়ে সন্দিহান। ভোট সুষ্ঠু হলে ফলাফল হবে একরকম, না হলে ‘জোর যার মুল্লুক তার’-এর মত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ