রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা :পাবনার চাটমোহরে কামরুল হাসান (২৬) নামে এক ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজারে কামরুল হাসানের ‘মা’ ঔষধ ঘরে অভিযান চালান। এসময় কামরুল হাসান কোন সনদপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে আটক করে। কামরুল পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার মো. সাখাওয়াত হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোন সনদপত্র ছাড়াই কামরুল দীর্ঘদিন ধরে মহেলা বাজারে ওষুধের দোকান করে নিজেকে ডাক্তার এবং মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ বলে পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। গত বুধবার দুপুরে পাবনার ড্রাগ সুপার ও থানা পুলিশের সহযোগিতায় তার দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপরোক্ত দন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান। পরে অর্থদÐের টাকা জমা দিয়ে কামরুল হাসান মুক্তি পান। এর আগে পৌর শহরের জারদিস মোড় এলাকার মডার্ন হারবাল মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার জন্য দোকান মালিককে ৫শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।