রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালকিনি জোনাল অফিসের উদ্যোগে দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলার আলীনগর এলাকার মীরাকান্দি গ্রাম, পৌর এলাকার রামনগর ও পশ্চিম মিনাজদি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মীরাকান্দি গ্রামে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। আলীনগর এলাকার ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, পৌর মেয়র এনায়েত হোসেন, মাদারীপুর জেলা আ’লীগ নেতা সরদার লোকমান হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, মাদারীপুর জেলা পরিষদ সদস্য মীর মামুনুর রশীদ ও শারমিন জাহান হেলেনা। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালকিনি জোনাল অফিসের এজিএম (কম) সিদ্দিকুর রহমান তালুকদার ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোঃ দুলাল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।