Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যালি ও আলোচনা সভা

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম


শরীয়তপুর জেলা সংবাদদাতা : ‘আসুন বিষনতা, নিয়ে কথা বলি’ এ প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৭ পালিত হয়েছে। দিবস পালনের লক্ষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। সিভিল সার্জন ডাঃ নির্মল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোস্তফা খোকন,পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনির হোসেন,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দা শাহিনুর নাজিয়া। বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, পরিসংখ্যান বীদ মোঃ সালাহ উদ্দিন, ব্র্যাক এর জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন আহমেদ। এর পূর্বে সকাল সারে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বাহির হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ