Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গী ও মাদকবিরোধী সমাবেশ

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুরে জঙ্গী ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড হাতিখানা মাদক নির্মূল কমিটির আয়োজনে হাতিখানা তিন মাথা মোড়ে ওই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন খান। হাতিখানা মাদক নির্মুল কমিটির সভাপতি রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) জিয়াউর রহমান, সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, আ.লীগ নেতা ইদ্রিস আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর মিনারা বেগম, মাদক নির্মূল কমিটির সহ-সভাপতি সাংবাদিক এম ওমর ফারুক, সাধারণ সম্পাদক আইয়ুব আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ