Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ৬:০৭ পিএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার লামচর এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ৭ মামলার আসামী মনির হোসেন ওরফে পিচ্চি মনিরকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মনির হোসেন লামচর এলাকার আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, মনির হোসেন ওরফে পিচ্চি মনির পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। দীর্ঘ দিন ধরে মনির এলাকায় চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল সর্বস্তরের মানুষ।

শুক্রবার ভোররাতে সন্ত্রাসী মনির ওই এলাকায় অবস্থান করছিল এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তোতা মিয়া জানান, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মনিরকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে গুলি ও অস্ত্র। গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে রামগগঞ্জ থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও অপহরণ সহ ৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ