Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইক্রোবাস থেকে লাশ ফেলে পালাল দুর্বৃত্তরা

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ২:৪৯ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাস থেকে এক ব্যক্তির লাশ ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। খোঁজ নিয়ে জানা গেছে, নিহত ব্যক্তির নাম ফাইজুল ইসলাম (৪০)। তিনি রংপুর সদরের উত্তর খালিয়া এলাকার মৃত আছিম উদ্দিনের ছেলে।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফাইজুল কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ মোল্লাপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি অ্যাপারেলস কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতের ভাই বাহারুল ইসলাম জানান, ভোরে চন্দ্রায় একটি বুথ থেকে টাকা তুলতে যায় তার ভাই ফাইজুল। পরে ফাইজুলের লাশের সঙ্গে থাকা মোবাইলের কল লিস্ট থেকে আমাকে কালিয়াকৈর থানা পুলিশ খবর দিলে তার লাশ শনাক্ত করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ