বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমিকের সামনে চলন্ত ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে হনুফা নামের এক প্রেমিকা। এ ঘটনার পর প্রেমিক মাসুদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন দেখে তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার সকাল দশটার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পুর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক প্রেমিক মাসুদ (২৬) এ উপজেলার গোড়াই নাজিরপাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
নিহত প্রেমিকা হনুফা (২০) এর বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে প্রেমিকার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, হনুফা গোড়াই এলাকায় বসবাস করতো। মোবাইল ফোনে প্রথমে তাদের যোগাযোগের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে চলা প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্কে গড়ায়। দীর্ঘদিন প্রেম করার পর প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক প্রেমিকার বাগবিতণ্ডার এক পর্যায়ে সকালে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে প্রেমিকা। এ ঘটনার পর প্রেমিক মাসুদ পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
এব্যাপারে মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন জিজ্ঞাসাবাদের পর আর বিস্তারিত জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।